পাখিরা এমনই হয়!
সুখহীন বৈতালিক জীবনে তাল খোঁজে
কখনও এডালে কখনো ও ডালে বাসা বাঁধে
সন্ধ্যা হলে নীড়ে ফেরে সব বাতুলতা ভুলে।
সত্য সুন্দর মিষ্টি সুরে গান ধরে
ক্লান্ত পথিকের ক্লান্তি দূর করার প্রয়াসে।
এ যেন প্রকৃতির উপঢৌকন।
আসলে কি তাই?
বিমল মনের ভালোবাসার মায়াজালে
অতীব কাছে টানে, বেদে যেমন
সর্পকে তার সুরেলা বীণে গর্ত হতে
প্রবল আর্কষণে বের হতে বাধ্য করে।
তেমন করে পাখিরাও গহীন বনের
সবুজের সমারোহে স্বর্ণ লতায় কিংবা
গুল্মলতায় নিজেকে না জড়িয়ে চলতি
পথের নিশুতি রাতকে জড়িয়ে রাখে।
আপন অস্তিত্বর বালাই নেই বললেই চলে
অনেকটা সাপ লুডু খেলার মতোই।
হেলালিপনায় গা ভাসায়,
পেছনের খবর পেছনেই মুখথুবড়ে
জুবুথুবু হয়ে পড়ে থাকে।
ধিক্কার সেই অবুঝ নিশুতিরাত কে,
ফেনিল আকাশের নীলে ঘুরে বেড়ানো
ঘনকালো মেঘে আচ্ছন্ন ফেরারি শঙ্খচিলকে।