মনের ভেতর আছো তুমি
বসত হৃদয় মাঝে
প্রতিদিনই মূর্তি দেখি
প্রাত্যহিক সব কাজে।
ছুঁইতে গেলে যাও মিলিয়ে
পাই না কোনো কিনার
গড়ছি আমি গড়ছো তুমি
কষ্টের শহীদ মিনার।
নিয়তি এক নিঠুর খেলা
বধ্য পটভূমি
নিঃস্ব হয়ে বিশ্ব খুঁজছো
ভাবছো কি হায় তুমি!
স্বপ্ন দেখি কোন পাহাড়ে
মিললো এমন আকাশ
তার উচ্চতায় হৃদয় মাঝে
বইছে শীতল বাতাস।