আকাশ পানে উড়ছে কী মা লাল সবুজে ঘেরা
সবাই কেনো স্যালুট করে কেনো ওরা সেরা
কাঁদো কেনো মাগো তুমি বিজয় দিবস এলেই
তারই নিশান জড়াও বুকে হাতের কাছে পেলেই।
কষ্টগুলো ফেরী করো হৃদয় ভেঙেচুরে
আজো কেনো দাও না বিদায় যাক না ডেঙে দূরে
ঘুমের ঘোরে হাত বাড়িয়ে কাকে ডেকে যাও
ওরা কি আর আসবে মাগো ব্যথা ভুলে যাও!
ভোরের দোয়েল শিস দিয়ে যায় শিশু কেমন খেলে
তাদের মাঝেই খোকা তোমার উড়ে ডানা মেলে
ডেকো না আর সকাল দুপুর খোকা আয় রে বলে
বীরের মা যে মহান নেতা এমন হলে চলে!