এই দেশেতেই জন্ম আমার এইদেশেতেই বাস
বঙ্গবন্ধু করেছিলেন সভ্যতারই চাষ।
লাখো শহিদ মুক্ত করলেন বাংলা মায়ের প্রাণ
তাই তো আজি গেয়ে যাই বিজয়েরই গান।
মা হারালেন সোনার ছেলে বাবার বুকের ধন
বোন হারালেন ভাইয়ের আদর কাঁদে তাই যে মন।
ভাইয়ের সোহাগ কাঁদে দেখো বীরঙ্গনার তরে
নববধূ কাঁদে দেখো এই বাংলার ঘরে ঘরে।
লক্ষ ত্যাগের বিনিময়ে পেলাম স্বাধীনতা
রাজপথে বিজয় মিছিল করছে লাখো জনতা।
আনন্দ উল্লাসে নাচে প্রাণ গায় কালের জয়গান
আমরা সকল নবীনেরা রাখবো বাংলার সম্মান।