হে বিদায়ী পথিক
যাত্রা শুরু এই পথের
বিজয়কে ছিনিয়ে আনার
অজানাকে জানার
সৎপথে চলার
দেশকে এগিয়ে নেয়ার।
হে বিদায়ী পথিক
আজ এই বিদায়ক্ষণে
ভাঙছে হৃদয়
কাঁদছে মন
বাজছে করুণ সুর
দূর থেকে দূর।
হে বিদায়ী পথিক
ভুলে যা-ও
ভুলে যাও কষ্টের কথা
বিষাদের কথা
বুকের গহীনে জমানো ব্যথা।
শুধু মনেরেখো প্রেম,ভালোবাসা
আর সম্প্রতির কথা।
হে বিদায়ী পথিক
এগিয়ে যাও
এগিয়ে যাও সাহস নিয়ে
নতুনকে আঁকড়ে ধরে
স্বপ্ন কে ধারণ করে,
মানবতার ফেরিওয়ালা হয়ে।
হে বিদায়ী পথিক
শুভেচ্ছা নাও
অন্তরের অন্তস্তল থেকে
জানাই অভিনন্দন।