কষ্ট কতোই বেঁচতে চাই কিনছে না তো কেউ
যুগে যুগে তারা এই মনে তুলে ব্যথাময় ঢেউ,
শুদ্ধ মনের মানুষেরাই করে মিথ্যার খেলা
সুখের মাঝার দেহের ভিতর বসায় যে মেলা।
কোমল মনের এ বিশুদ্ধতা কাঁদে মাথা ঠুকে
এই পৃথিবীই সাক্ষীর খোরাক জমা হোক বুকে,
অশ্রুজলের নদী বেয়ে যায় উজানের মাঝি
আউলা বাউলা গান ধরে হায় মন ধরে বাজি।
অবুঝ কিশোরী মুক্তোর দামে কেনে তার মন
মন মন্দিরে কাঁসার থালায় সে পরমজন,
দুখের ছায়ার পাশ কাটিয়েই চলছি যে পথ
সে ছাড়ল না তো, পিছু নিলো বানালো আমায় রথ।