বেশ তো এভাবেই ভালো থাকিস
আনন্দে নেচে গেয়ে প্রাণে আনিস
বসন্তের জোয়ার।
বেশ তো!
তোদের এই নির্মল হাসিতে পুলক জাগে
এই মনে, এই তো সেদিন-
যেই সময়টা আর ফিরবে না,
বিলীন হয়েছে কালের স্রোতে
সেদিনটা মনে করিয়ে দিলি।
বেশ তো!
তোদের মতো আমিও
উদিত সূর্যের আলোয়
আলোকিত হতাম,
ডানা ঝাপটে মুক্তাকাশে
উড়ে বেড়াতাম।
সত্যি বলছি যে সময়
হারিয়ে যায়,
তা আর কভু ফিরে আসে না।
তাই বলছি-
চলার পথে যতো আনন্দ
সুখ-দুখ পাবি কুড়িয়ে নিস
ভালোবাসিস প্রাণ উজার করে
সত্যের পথে চলিস,
মিথ্যের সাথে আপোষ করিস না।
বেশ তো!
প্রকৃতির এই মনোরস পরিবেশে
আজকের এই হইচই,
টুংটাং শব্দ
ড্রামের ধুপ ধাপ আওয়াজ
লটারীতে পাওয়া বাহারি পুরুস্কার
সবকিছুই সাক্ষী হয়ে রইল।
বেশ তো!