বেশ সংকটে আছি তবুও বাঁচি
কেটে সেঁটে যায় না দেয়া বাদ
তাই নিয়েই আছি বেশ সংকটে আছি,
তবুও বাঁচি।
কোলেতে বসিয়ে তারে দুধ আর কলা
খাইয়ে দেই পেট পুরে
বিষের ছুরি হাতে নিয়ে আসে
করে এপার ওপার
ধ্বংস্তুপ মনজুড়ে ।
নীরবে বলে যাই ভাঙি নিরাশায়
বেশ সংকটে আছি তবুও বাঁচি।
হৃদয় ভেঙে যায় কাঁচের লাহান
যায় না কিছু বলা
দেখি আর হাসি
আমি বেশ সংকটে আছি তবুও বাঁচি।
ফাঁকা বুলি আউড়ানো
সমাজতান্ত্রিক উন্নয়নের ভিড়ে
ধসে পরে যা-ই।
নুড়ি কুড়ানোর পর
আবার উঠে দাঁড়াই আর বলি
সংকটে আছি তবুও বাঁচি।
প্রকৃতি দেয় না ছাড় কর্ম যেমন যার
ফলাফল তার বলাটা দরকার!
নিশ্চিত উপহার
সংশোধন হও তুমিও শুদ্ধ নও।
বেশি বাড় বেড়ো না
কারো আহার কেড়ো না
অসহায়কে মেরো না
অহেতুক ধরো না।
অন্যায় করো না
অকালে মরো না।
যদি থাকো সংকটে বলো
তবুও ভালো আছি।
তোমায় জানি আমি মানি
তাই কিছু বলি না
ভুল পথে চলি না।
আয়নায় রেখে দৃষ্টি
তাকাও যদি পারবে না আর
সত্য থেকে পালাবার।
এসব ভাবি আর ভাবি
বেশ সংকটে আছি, তবুও বাঁচি।