প্রিয় আমার ব্যস্ত ভীষণ ঘড়ির মতো চলে
যদি বলি একটু থামো! হেসে সরি বলে।
পাখির মতো উড়ে বেড়ায় এদিক-ওদিক ঘুরে
কোথাও নিয়ে বললে যেতেই ডাকে ভিন্ন সুরে।
ধীরে ভারেও চলে কভু কচ্ছপেরই মতো
অভিমানে হারাই যদি সরি বলে শতো।
অবুঝ শিশুর মতো করে ফ্যালফ্যালিয়ে হাসে
একটু আদর পেলেই যেনো খুশিতে সে ভাসে।