বাড়িওয়ালা বাবু বড়োই ঘেঁচড়া
স্বভাব খান এমনই যেনো এক ছেঁচড়া।
হাড়কিপটে যেনো সে ফকিরের অধম
ধীর ভারে হাঁটে সে গুণে এক কদম।
অসময়ে করে অফ সিকিউরিটি বাতি
রাতদিন ঘ্যানঘ্যান করে মাতামাতি।
বাড়িভাড়া দেরি হলে টু-লেট দেয় টানিয়ে
চলতে সে জানে না একটুও মানিয়ে।
অভাবী নয় সে টাকা কাঁড়ি কাঁড়ি
বানাতে চায় সে আরো গাড়িবাড়ি।
মোটাসোটা পেট নিয়ে হাঁটে হেলে-দুলে
রসবোধের কথায় যায় সব ভুলে।
খাবারেও রুচি বেশ খায় নাক ডুবিয়ে
গাঢ় দুধের চায়ে টোস্টা চুবিয়ে।
বাড়িওয়ালা বাবুদের করি আহবান
ভাড়াটিয়াদের ভাই করুন সম্মান।