কাঁদতে কাঁদতে ছাড়ে কন্যা
নিজের বাপের বাড়ি,
সারাজীবন থাকে যেথায়
তারই সাথে আড়ি।
চোখের কাজল বেয়ে পড়ে
বাড়ির আঙিনায়
কোথায় রইলা বড় ভাই গো
ভুইলো না আমায়।
আনতে যাইও মধুমাসে
ধরি তোমার পায়
বর্ষাকালেও যাইও কিন্তু
ডিঙি নৌকা বায়।
নইলে কিন্তু করবো আমি
তোমার সাথে আড়ি,
কথা রইলো প্রাণের ভাইধন
চললাম শ্বশুর বাড়ি।
মা বাপেরে দেইখা রাইখো
মাথার দিব্যি দিলাম,
সাথে করে ভাই- বোনের
ভালোবাসা নিলাম।