করে যেজন মরে সেজন বাস্তবতায় কয়,
সুযোগ বুঝেই গর্তে ফেলে বিশ্ব-জগৎময়।
ভালো কাজে শতবাঁধা আসে, জেনে রাখি;
সময় পেলেই গোপনেতে প্রভুকে তাই ডাকি।

কাছের মানুষ ভেবে যাদের সামনে রাখি যতো,
আসলে সব মেকি তারা নয়কো আপন অতো।
চলতে হবে তাদের নিয়েই চলছি আজও তাই,
তারাই আপন তারাই যে পর উপায় কোনো নাই।

ভালো- মন্দ পাশাপাশি নান্দনিকের সাজ,
ভালো বুঝতে প্রয়োজন হয় মন্দের সব কাজ।
কাক পাখিটা কুৎসিত, তবে, কাজে লাগে বেশ,
ঘৃণা আছে বলেই বুঝি ভালোবাসার রেশ।