লিস্ট হাতে গিফট কিনতে
বাজার গেলো মিনি
হরেক রকম ঘটিবাটি
আনলো সবই কিনি।
মাশি খুশি পিশি খুশি
খুশি হলো সবে
অপেক্ষাতে আছি তাই তো
গিফটা পাবো কবে।
কষ্ট করে কিনলো যারা
সুন্দর সুন্দর জিনিস
দোয়া রইলো বারেবারে
বন্ধু আরো কিনিস।
উৎসর্গ : মনিরা বেগম ম্যাম