আগের মতোই আসবো আবার
সকাল দুপুর বেলা
তড়িঘড়ি করে রঙিন শাড়ি পড়ে
কাজ করবো মেলা।
টিফিনের ফাঁকে টিং টিং করে
বাজবে কাঁসার ঘন্টা
কচিকাঁচাদের কোলাহলে মুখরিত হবে
নিস্তব্ধ মাঠটা।
সময়ের ভাঁজে হাজারো মানুষ
বন্দী পাখির মতো
ডিজিটালের ঐ বদৌলতেই
ঘুরবে চাকা দ্রুত।