ইচ্ছে করে ধ্বংস করি কালো যতো হাত
বিবেকেরই অস্র দিয়ে ভাঙি বিষদাঁত,
দু'পায়া প্রাণীগুলো বড়ই বিষধর
সমাজের মাথা যারা করি তাদের কদর।
কালোটাকার পাহাড় গড়ে থাকি প্রাসাদে
বিধির বিধান এলে তোরা পড়বি রে ফাঁদে,
জব্দ হয়ে কব্জ হবি দেখিস অমানুষ
মন্দ পথে অন্ধ সেজে উড়াস রঙের ফানুস।
মানুষ নামের পশু তোরা শত্রুতা দেশের সনে
ধর্ষণ,হত্যায় বেসামাল গেছিস অসুর বনে,
আয়রে তোরা ঘরে ফিরে কাঁদে তোদের মা'য়ে
বাবার স্বপ্ন ভেঙে দিয়ে আছিস কার ছায়ে!