আয়না ঘরের আয়নাবাজি এবার তোমার শেষ
একের পরে একেক খবর কাটছে না তার রেশ।
সাপের গর্তে বিষধর সাপ  রাখছো তাদের ঘিরে
ফাঁস হয়েছে কুকীর্তি সব মরণ আয়না ঘরে।

দালালেরা এখনো কয় তুমি তুলসী পাতা
জায়গা নাই আর লেখার মতো ভরছে পাপের খাতা।
জনোমনে এতো ঘৃণা হইছে সবার জমা
বলছে সবাই লাগামহীনা নেই যে দাঁড়ি কমা।

পুলিশ সেনা হেফাজত আর ছাত্র জনতা
শোধে নিচ্ছে গুনেগুনে পেয়ে ক্ষমতা।
হাজার হাজার করছো খুন করছো কতোই গুম
পাপের ফলে ডুবেছে দেশ নেই চোখে আর ঘুম।

ঠাঁই নেই তোমার বিশ্বে কোথাও পড়ছো বিপাকে
প্রশ্ন করো ও চাচিমা তোমার বিবেকে।
আম জনতার নীরবতা  ভাবছো দুর্বল তাদের
দেশ চলে ভাই ট্যাক্সে সবার রক্ত খাইছো যাদের।