আয় ফিরে আয় গাঁয়ের পথে
ডাকছে পিছু ডাক
গ্রামে এলেই মধুর স্মৃতি
লাগিয়ে দেবে তাক।
গাছগাছালি পাখপাখালির
মধুর এক বন্ধন
সবুজবীথি ছায়া তলে
হবে স্মৃতিরও মন্থন।
ভোরের পাখির কোলাহলে
ভাঙবে তোমার ঘুম
সূয্যি মামা হঠাৎ এসে
হেসে দেবে চুম।
নানান রকম খেলাধুলায়
উঠবে মেতে মন
ভাটিয়ালি গান শুনিয়া
হবে উচাটন।
সম্পর্কেরই শিকড় গাঁথা
গাঁয়ের মাঝে আছে
দারুণ দারুণ গল্প জমা
মা চাচিদের কাছে।