জীবনের
কাছে তুমি
একজন অতৃপ্তি সুখ,
বিষাদের স্বাদে;মনাকাশে
ভেসে থাকো সদা।দঃখ
হবে বলেই হবো শুকতারা।
আকাশে বাতাসে ঘিরে রাখবোই ভালোবাসা দিয়ে।
"সোনামাখা
হাসি" বাতাসে বাজায় গীতিময় ছন্দ
আনন্দ, কতো শতো ভাবনা এসে
কথা কয়, কেউ বুঝে
না সেই সুরের
মোহনায় কতো
বেদনা।