পড়লো হইচই
আটকে গেলো দই
সবেমিলে ধরলো
ছিটকে তারা পড়লো।
গরম পানির ভাঁপে
খুলে যদি তাপে
সবই হলো পণ্ড
পেলে শুধু দণ্ড।
একের পরে এক
বুদ্ধি করে দেখ
যুদ্ধ হলো খুলতে বাটি
কতোই হলো চেক।
অবশেষে খুললো
বাটির মুখটা তুলল
ফুটলো হাসি মুখে
ভাসলো সবাই সুখে।