বড় হতে  গিয়ে কভু
অতো ছোট হইও না
ছোট থেকে ছোটই কেবল
হতে কাউকে কইও না।

বড় হয়ে কি আর হবে?
ছোট থাকাই ভালো
বিধি যদি লিখে রাখে
উঠবে জ্বলে আলো।

কবি কেনো বলল এমন
জানতে ইচ্ছে করে-

" বড় হতে হলে নাকি
ছোট হতে হবে
বড় যদি হতে চাও
ছোট হও তবে।"

মানুষ কি আর গাছে ধরে
করলে যতন দেবে ফল
সকাল বিকাল নিয়ম করে
দেবে তাতে জল।

" বড় যদি হতে চাও "
মানুষ হও আগে
বড় হয়ে লাভ কি বলো
অমানুষের বাগে!