কতটুকু চাও?
ভালোবাসা দিয়ে জয় করে নাও।
গভীর রাতের ঘুটঘুটে আঁধারে
দুঃখ সকল বয়ে আনে ঢেউ।
তবু সেই ভুলে তৃপ্ত করি শ্বাস।
ভুলতে চাই না।
ভুলতে পারি না।
তোমাকে বুঝিতে পার হলো বুঝি
খানিক সময়, ওগো সবিতা।
কী সুখ তুমি পাও?
কাঁদিয়ে আমায়।
রাইতের গায়ে জোনাক জ্বলছে,
জ্বলুক ইচ্ছে মতোন তবুও
চাঁদের আলোয় ভরালে হৃদয়।
ততোই ভাসালে বুক!
বানের জলের ঢেউয়ে ঢেউয়ে
বেদনাদায়ক করলে জীবন ;
অশ্রুসিক্ত মানব জমিন
কিনবো বলেই বুঝি দেখা হলো...