এসো তবে গাই গান
নাচি তা ধিন তা
মনের অসুখ দূরে থাক
থাকুক হাসি টা।
এসো তবে সামনে এগোই
হাতটা রাখি হাতে
মন্দ বলে বলুক লোকে
কী আসে যায় তাতে।
এসো তবে কাছেই থাকি
রইবো না আর দূরে
সুখে দুখে পাশাপাশি
বাঁচি ছন্দ সুরে।
এসো তবে শুদ্ধ হয়ে
শুদ্ধ কথা কই
উচ্চস্বরে হাসি গানে
মিলেমিশে রই।