একটি পাখি দিনে-রাতে খুঁজে ফিরে
সন্ধ্যা হলে কোথায় পাবে একখানি ছাদ
বাবা-মায়ের নয়নমণি ছিলো যখন
এসব কথা ভাবতো কী আর লাগবে ছাদ বাদ।
যখন তারা মুখ লুকিয়ে চলেই গেল
একলা পথে কেউ ছিলো না ভাই- বোনেরা
ডুবসাঁতারে উঠলো ভেসে নরকপুরী
মন বোঝে না কেমন তাহার সেই জনেরা।
গা ভাসাল অথৈজলে কোল পেলো না
সবই গেল বাদ গেলো না কোনোকিছুই
ধূর্ত শেয়াল ভাগে পেয়ে নেশায় মাতে
ছাড় পেল না অবুঝ সেরা রইলো পিছুই।
রাত্রি শেষে পড়ল কেটে পাপী-তাপী
চুরির দায়ে অভিযুক্ত সেই অবুঝেই!
এমন দশা হরহামেশা ঘটছে কতো
পার পেয়ে যায় কোন আস্কারায় যাচ্ছি খুঁজেই।