সেজান মাহমুদ স্যারের
মন্তব্যের প্রতিত্তোরে লেখা -
আরে আরে থামো
মাছের সাথে জামো
আনবে সবি
খুশিতে কবি
রাঁধবে শুক্ত
ফোঁড়ন যুক্ত
খাবে আয়েশে
মধুর আবেশে।
আমার কলিগ
আচ্ছা বড়লোক
করছিলো গল্প
তেলে জলে অল্প
ছিলাম কাছে
কলসি বাজে
লিখছি তাই
আমার ফ্রিজে নাই।
কবিরা এমনই
শুনে যা লিখে তা
সমাজের দর্পণ
করে অর্পণ।
বুঝে নাও কিছু
ডাকবো না পিছু
চলে এসো তবুও
ভুলবো না কভুও।
দাওয়াত দিলাম আসিতে
বাসুরিয়ার বাঁশিতে।
উৎসর্গ :
সেজান মাহমুদ