তুই কি আমার কোনদিনও
আপন ছিলি না
সুখের আশায় ভুইলা গেলি
কাছে টানলি না।।
এই মনেতে দিয়া আগুন
শান্ত করলি কার হৃদয়
কেমন ভালো আছিস রে তুই
বলনা আমায় ও নিদয়
কোন সাগরে ভাসলি রে তুই
কিনার পেলি না।।
ভালো যদি থাকিস রে তুই
ছাড়িয়া ইতিহাস
আরো ব্যথা দে না আমায়
দিতে কতো চাস
আমার দুঃখের বিনিময়ে
সুখটা কিনে নে না।।
আমি বলি সুখে আছি
দেখে যা রে দশজনা
আমার মতো এতো সুখী
হতে পারে কয়জনা
মনে আগুন লাগলে পরে
দুঃখ পিছু ছাড়ে না।।