কাঁদতে পারি তার বিরহে হাসতে পারি সুখে
আমার কিসের কষ্ট সখি চাপা দেবো দুখে
কয় ফোটা জল পড়ল পড়ুক যায় কী বলো তাতে?
ক্ষতি হলে হোক না ক্ষত কষ্ট রাখার আঁতে।
দিনের পরে দিন চলে যায় পাই না উড়ো চিঠি
আমার বুকে বয় যে বন্যা শোকে ঝরা দিঠি
কেউ রাখে না কারো খবর অভিমানে ভাসে
দূর দূরান্তে কাঁদে বসে দুখেও কভু হাসে।
যতোই দূরে যাচ্ছি সদা ততোই কাছে আসি
ভালোবাসা কারে বলে কে বাজায় সেই বাঁশি
নদী কভু করে কী সই,জল কে উপেক্ষা
তাই তো আমি প্রতিদিনই করি অপেক্ষা।