অনুরাগের আয়নায় ভেসে উঠো রোজ
স্মৃতিরা জানান দেয় বেদনার ইতিকথা,
কালের স্রোতে মুছে যাওয়ার ব্যর্থ চেষ্টা
আঁতের ক্ষতে ব্যান্ডেজ করার
কৌশলে বেঁধে দেয় মনের যন্ত্রণা।
রাতের আঁধারে নিঃশব্দে বাজে কান্নার ধ্বনি
প্রতিধ্বনি হয়ে বাজে মননের দেয়ালে,
কেঁদে উঠে বারংবার আঘাতী মানপাখি
ডানা ঝাপটে উড়বার সরল চেষ্টায়-
আশাহত দিবারাতির সকল স্বপ্ন।
দুঃখের ভিড়ে সুখেরা ঘনীভূত হয়ে
মিছিলে মিছিলে শান্তির পায়রা উড়ায়।
মনাকাশের বিছানায় নীল ছড়ায় অহর্নিশ
ব্যথার পাহাড়ে আছড়ে পড়ার শব্দের,
ঝংকারে ভাঙে তার অনুরাগের আয়না।