কদিন আগেই ডাকাত এলো
কাটলো কচুকাটা
তারা নাকি মানুষ ভালো
নাকটা যায়নি কাটা।
রাত পোহালো সূর্য এসে
দিলো মেকি হাসি
ভোরের দোয়েল উঠলো ডেকে
বাজলো করুণ বাঁশি।
গভীর রাতে সবই নিলো
চাইলো না তো ক্ষমা,
ষোলো কলা পূর্ণ হলো
পাপটা হলো জমা।
এসব কথা যায় না বলা
গুরুজনের মানা,
চোখ কান আছে তবু
আমরা সবাই কানা।