কোথায় হতে এলো রে ঝড় নামটি তার আম্পান
লন্ডভন্ড করলো সবই কাঁদে বসে সাম্পান
আম ফুরালো গরিব মরলো ধ্বংস হলো বসত
কিসের সাজা দিচ্ছে রাজা কোন সে খেসারত।
ঘরের চালা ছিলো বুঝি পাশের বাড়ির মাসির
বিয়ে দিতে ব্যর্থ হলো এতিম মেয়ে হাসির
সারা বছর রোদ বৃষ্টিতে কৃষক খাটলো মাঠে
স্বপ্ন নিয়ে কাটছিলো দিন বেচবে ফসল হাঁটে।
মরার উপর খাড়ার ঘা ধরলো ঘরে ঘরে
মধ্যবিত্ত লোকলজ্জায় কেঁদে কেঁদে মরে
সবকিছুতেই পড়ছে ভাটা আসবে কবে জোয়ার
নতুন সুরে বাজবে বাঁশি কৃষক ভরবে খোয়ার।