এমন যদি হতে দেখি বলছে সত্য সবাই
মিথ্যা ধরে আনছে টেনে করছে তারে বাই
এমন যদি হতে দেখি মানছে রাজা নীতি
গরম খবর হচ্ছে প্রকাশ কমলো মূল্যস্ফীতি।
এমন যদি হতে দেখি বন্ধু ভাইয়ে ভাইয়ে
ঝগড়া ছেড়ে মিলছে পাতিল বান্ধবী আজ জায়ে।
এমন যদি হতে দেখি দূর্নীতি আর নাই
প্রজারা সব হাসছে শুনে এমনটা যে চাই।
এমন যদি হতে দেখি উধাও ভেজাল পণ্য
বাংলার মানুষ মুক্তি পেতো হয়ে যেতো ধন্য
এমন যদি হতে দেখি ছাত্র পাঠে দিচ্ছে মন
বাবা-মায়ে হচ্ছে খুশি, খুশি জ্ঞানী জন।
এমন যদি হতে দেখি সন্তান হলো সেরা
বাবা- মায়ের চারিদিকে দিচ্ছে প্রেমের বেড়া
এমন যদি হতে দেখি শিক্ষক আগের মতোই
মাথা উঁচু নীতির কাছে অন্যায় ঘিরে যতোই।