আমি যারে ভালোবাসি
বুঝে না সে মন
চোখের ভাষা বুঝে না তো
কাঁদায় সারাক্ষণ।
আমি যারে ভালোবাসি
বড্ড বোকা সে
ভালোবাসা পায়ে ঠেলে
এমন আছে কে!
আমি যারে ভালোবাসি
সদায় থাকে দূরে
কাছে গেলেও নেয় না কাছে
ডাকে আবার সুরে।
আমি যারে ভালোবাসি
বুঝি না তার ছন্দ
বহুরূপী চরিত্র তার
করে শুধুই দ্বন্দ্ব।