মা যে আমার প্রাণটা দিয়ে
ভালোবাসেন সব
সারাটা দিন ডাকেন তাঁকে
যিনি আল্লাহ, রব।

ছেলে-মেয়ের যত্ন নিতে
কষ্ট কতোই করেছেন
সংসার নামক গাড়ির চাকা
বছর বছর ঠেলেছেন।

একটা চাওয়াই ছিলো উনার
থাকি যেনো ভালো
আকাশ ভেঙে পড়তো মাথায়
দেখলে মুখটা কালো।

ছাদ বিহীন এক কুঠির
মা ছাড়া সব ঘর
চোখের আড়াল থাকলে মায়ে
বুক করে ধড়ফড়।

এখন মায়ে আর পারে না
আগের মতো সব
মায়ের জন্য ডাকছি তোমায়
শুনো ওগো রব।

মাকে ভালো রাখো প্রভু
সুস্থ হয়ে যাক
আনন্দে মন থাকুক মায়ের
দুঃখরা সব হারাক।