জানি না কী তার মানে
কোন সে মায়ার টানে
নিয়েছো তোমার প্রাণে।
ভাবিনি কখনও
দেখেছি তখনও
ভালোবাসো এখনও।
তব চেয়ে থাকি
স্বপন আঁকি
যত্নে তোমায় রাখি।
পেলে হবো ধন্য
খুঁজি হয়ে হন্য
তুমিই অনন্য।
করুণার সুর
বড়োই বিধুর
যায় বহুদূর।
সময়ের কথা
বিরহের ব্যথা
বলো না যথাতথা।
দুর্দিন যাক দূরে
যেওনা প্রিয়ে সরে
ডেকো সুরে সুরে।