" হাজার বছর ধরে " খুঁজে যাই
আলোকিত ভোর আর তটিনীর পাড়।
যেখানে হাঁটবো সদা একা একা,
ডাকবে না কেহ মোরে বাসনায়
ভণিতার সুরে সুরে ভীত হয়ে।
বলবে না ভালোবাসি হাত ধরে
পাল তোলা তরণীর মাঝি হেসে,
জননীর মতো টেনে নেবে তুলে
পবনবেগে যাবেই সব ফেলে।
নিয়তির দেখা পাবে প্রিয়তির
শেষ নিধি দিনমানে শোভমান,
কুমারী মেয়ের হীন প্রচেষ্টা;
জোয়ার ভাটার টানে কবিতারা
পথ হারাবেই নিশ্চিত করে।
অভিলাষ পরে রবে আঙিনায়
অগোছালো ঝনঝাট একদিন
সাফ হবে দেখো, হে পৃথিবী।
করুণ সুরেলা কণ্ঠের কান্না
বেজে উঠবেই জানি ভাঙনের সুরে।