কোথায় রাখব এতো প্রেমোসুধা প্রিয়তম হে
অতি সামান্য এই প্রাণটুকু আছে শুধু,
কালের খেয়ায় ধরবে কী প্রিয়! যত ভাবনা,
যে প্রেম দিয়েছে ঢেলে, এই মনে মরি যাতনায়।
আকাশে বাতাসে কতো কানাকানি জানো কী তা!
তবুও নেমেছি দুর্নাম নিয়ে ভালোবাসি বলে প্রাণনাথ
তুমি ছেড়ে যেওনা এই আমারে, তুমি আমার
আমি যে তোমার, মনে পুষি তাই প্রাণটি কাঁদে।
আদরে রাখব সতত যতনে মনের ঘরে ,
তোমার ভাবনা আমায় কাঁদায় দিবানিশি
এই শাশ্বত ভালোবাসা রবে জগৎময়ে
এই জীবনের অন্ধকারের আলোকবাতি।