একটি কবিতা লিখবো বলে
ভাবি সারাবেলা
কোথায় আছে কবিতারা
করছে এমন হেলা।
ঘুমকাতুরে সকাল এলে
সূর্য দেখার ছলে
ভাবের সাগর ভেবে মরে
দুঃখের অশ্রুজলে।
ক্লান্ত দুপুর হেলেদুলে
বন্দী ঘরেই কাঁদে
রাঁধুনিরা রান্না ফেলে
এলো চুল বাঁধে।
সন্ধ্যা হলে কবিতারা
দলবেঁধে ছুটে
সুগন্ধিতে গতর ভরায়
তনুতে ফুল ফুটে।
গভীর রাতের আঁধার কেটে
সুখের কড়া নাড়ে
সুখের চৌকাঠ শোকের ছায়া
ফেলে বারেবারে।