এই তো কাছেই নেই বেশি দূর
হেঁটেই যাওয়া যায়
খানিক হাঁটলেই বরাবরই
ডানে গিয়ে বায়।

সোজা গেলাম বায়েও গেলাম
ডায়ে গিয়ে দেখি
কনস্ট্রাকশনের কাজ চলিছে
রাস্তা বন্ধ একি!

জিজ্ঞাসিলাম পথিক ভাইকে
বাসা একশ দশ
তাড়া আছে বলল হেসে
আসি এখন বস।

হাঁটতে আবার শুরু করি
সোজা গিয়ে ডানে
গলির পরে আরেক গলি
পাই না খুঁজে মানে।

অবশেষে কবির কন্ঠে
কাব্য ভেসে আসছে
গলির মুখেই মীনা আপা
মুচকি মুচকি হাসছে।