এখনো জেগে আছো?
শরীর খারাপ করবে যে,
না,কোনো কথাই তোমার কানে যায় না।
ঔষধ খেয়েছো?
তা খাবে কেনো!
হাতে তুলে না দিলে তো হয় না
এতো বলতে কার ভালো লাগে বলো তো;
যখন থাকবো না, কী করবে তখন?
এসব বলতে বলতে বিছানা ঝেরে মশারি
টানিয়ে শুয়ে পড়ে...
তখনও পঁচাত্তর বয়সী ডাক্তার সাহেব
করোনা নিয়ে ভাবছেন।
বন্যাদুর্গতদের কী অবস্থা খবর দেখছেন,
খাবারের কথাও ভুলে যান ভাবতে ভাবতে।
একজন বিছানায় অন্যজন চেয়ারে,
দুজনের ভাবনা ভিন্ন।
তাই বুঝি নতুন সূর্য দেখার প্রবল আশা নিয়ে
চলে গেলেন করোনাক্রান্ত হয়ে নয়
তাদের দুঃখের জলে ভাসতে ভাসতে।
একসাথে ভোরের আলো দেখা আর হলো কই!
দুজনের জীবনের আলো নিভে গেলো একসাথেই
মাঝে ব্যবধান বারটি ঘন্টা...