একদিন এ আমারও সব হবে জেনো
তোমাদের মতো,
ঘর হবে, দোর হবে
মনের মানুষ হবে
আরো কতো কি যে হবে!
একদিন এ আমিও তোমাদের মতো
হাসতে হাসতে কতো লুটোপুটি খাবো
তাঁর সাথে অন্তরঙ্গে বলে যাবো অর্থহীন কথা।
একদিন এ আমারও সব হবে জেনো
আমাকেও হাসি মুখে ডাকবে হয়তো কেউ কেউ শিরোনামহীন কোনো নামে।
চোখের ভাষায় বলে যাবো হাজারো স্বপ্নের কথা।
ভেসে যাবো বহুদূরে রঙিন হিল্লোলে।
একদিন এ আমারও সব হবে জেনো
তোমাদের মতো,
দাঁড়িয়ে ঘরের দখিনের বারান্দায়
হৃদয়ের জানলায় উঁকি মারতে আমিও হবো না দ্বিধান্বিত ।
একদিন এ আমারও সব হবে জেনো
তোমাদের মতো,
এ আমিও উচ্চঃস্বরে হাসবো এবং হাসাবো,
কাঁদবো এবং কাঁদাবো পরম সুখের খড়ি হাতে তুলে ধরে।
একদিন এ আমারও সব হবে জেনো
তোমাদের মতো,
এ আমিও কারো হাত ধরে হাঁটবো হাঁটবো...
কোনো অচেনা উজ্জ্বল পথে।
যেখানে পথের শুরু আছে
অথচ, তা শেষ হয়েও হবে না শেষ।
একদিন এ আমারও সব হবে জেনো
ঠিক তোমাদের মতো অনাবিল সুখের আস্তানা।