ভাবছে আকাশ গেছি ভুলে
আর দেখি না তারে
ও যে জমির বুকেই আছে
দেখবেটা আর কারে।
মাথার উপর আকাশ যখন
মেঘে ছেঁয়ে যায়
জমিন তখন উদাস মনে
কেঁদে বুক ভাসায়।
শরত এলে ঝকঝকাঝক
হাসিরছটা ফোটে
পাগল পাগল মনটা তখন
ভাল্লাগে না মোটে।
মুষলধারে বৃষ্টি হলে
ভিজতে ইচ্ছে করে
কেউ ভেবে যায় আকাশ কাঁদে
ইচ্ছে টা যায় মরে।