১.
প্রেম

যোগ বিয়োগ গুণ ভাগ করেও, অবশেষে তুমিই আমার প্রেম।
২.
রঙ
লাল নীল হলুদ সবুজ রঙের চেয়ে, মনের রঙেই তুমি রঞ্জিত।
৩.
সম্পর্ক
আত্মার সম্পর্কে মজবুত বাঁধনের প্রয়োজন হয় না।
৪.
মন
মন এবং ধন একসঙ্গে দুরূহ, তবু তীব্রাকাঙ্খা।
৫.
বিরহ
তোমার জন্য আমার বিরহ রবে চিরকাল, চাও বা না-  চাও।
৬.
বাঁধা
যেদিন ভাবলাম ভালোবাসি বলবো, সেইদিন বাঁধা পড়লাম।