আজ নাকি বৈশাখ
আমের মুকুলে,
এসে তাই বলছে
ছোট্ট বকুলে।
ঢাক ঢোল বাজে না
করোনার শহরে,
শিরোনাম দেখি না
মিডিয়ার খবরে।
পানতা - ইলিশ বলে না
খাবে কেউ
লাল-সাদা শাড়িতে
বটমূলে নেই ঢেউ।
দাবদাহে বেচে না
বেলেরই শরবত
ব্যবসায় নেই তাই
কোনো যে বরকত।