এইতো এলাম  মান ভাঙাতে তোমার
একটু তাকাও,এই ভিখারিনী পানে
কতোটা সময় বয়ে গেল হেয়ালীতে!
তাই দুখ বীণা বাজছে করুণ সুরে।


গুছিয়ে রেখেছি সময়ের ভাঁজে ভাঁজে
ক্লান্তির ঘাম  আবেগের সুখগুলো
দুহাতে কুড়িয়ো নির্ভয়ে বিমল প্রেমে,
মন আঙিনায় বেঁধে রেখো মনোফ্রেমে।