এই ভুলে যাই সেই ভুলে যাই হাতড়ে বেড়াই রাতদুপুর
এখান ওখান খুঁজে বেড়াই কোথায় গেলো দুই নুপুর,
একে শুধাই ওকে শুধাই ভাবছি বসে এই বেলা
ধুত্তোরি ছাই ভাল্লাগে না মনটা কেমন করে হেলা।
লবণ পাতে নিতে গিয়ে চিনির কৌটা নেই টেনে
এমন কেনো হচ্ছে মশাই বলুন দেখি নেই জেনে,
রাঁধতে গিয়ে কাঁদতে বসি পেঁয়াজেরই ঝাঁজ পেয়ে
সব ভুলে যাই দামটা শুনে অশ্রুজলে নেই নেয়ে।
পড়শিরা সব দেখা হলেই মুচকি হেসে কয়কথা
স্মৃতি তখন বিস্মৃতি হয় মনে ভীষণ পাই ব্যথা,
একই পথে হাঁটাহাঁটি করি দিনে চৌদ্দবার
পথের দিশা পাই না তবু খুঁজি তাই বারেবার।
এমনই করে দিনকে দিন যাচ্ছে স্মৃতি বহুদূর,
মনটা রে ভাই চায় যে যেতে অদেখা এক অচিনপুর।