মনের ভিতর জমা ছিলো
ছোট্ট অভিমান
দিনে দিনে বড় হলো
পাহাড়ও সমান।
পুড়ছিল বেশ তীব্রভাবে
পুড়ে যেমন কাঠ
দৌঁড়ানো বেশ কঠিন ছিলো
দিগন্তের ওই মাঠ।
অবশেষে ছেড়েই দিলাম
যতো পারিস উড়
দিকের শেষে ফিরিস আবার
যাসনে বহুদূর।
এমনই ভাবে ডানা ঝাপটে
উড়ে মনপাখি
পেছন ফেরে তাকাতো না
যতোই তারে ডাকি।
ক্ষান্ত হলো মানের শেষে
বসলো উঁচু ডালে
বলেই দিলো মনের কথা
এই বসন্ত কালে।