আহ্লাদী মন
সুখের নেশায়
ছুটে নিশিভোর।

পাখি ডেকে যায়
আকাশের বুকে
সুখ দেয় দোর।