কী যে আগুন জালাইলা বুকে
জ্বলে ধিকিধিকি
যেদিক তাকাই সেই দিকেতে
মূর্তি তোমার দেখি।।
হাত বাড়াইলে যায় না ছোঁয়া
অন্তর আমার পোড়ে
ভালোবাসার মায়া দিয়া
থাকলা বন্ধু দূরে।
পরাণ কান্দে হুহু করে
জানলাম না প্রেম সে কি।।
আসলা কেনো অবেলাতে
ডুবাইলা হায় তরী!
প্রেমের জ্বালা ভীষণ জ্বালা
এখন কী যে করি
মনের বেদন সয়না প্রাণে
বিরহের গান লেখি।।
ক্যান জাগাইলো ভালোবাসা
ক্যান শেখাইলে প্রেম
বিরহেতে কান্দে রাধা
কান্দে প্রিয় শ্যাম
রুনা বলে জগত সংসার
সবই হলো মেকি।।
ছন্দ: স্বরবৃত্ত