পথিমধ্যে হঠাৎ দেখি আমার বন্ধু পরী
খুশির দোলা লাগল প্রাণে মনটা গেল ভরি।
টুনটুনানি অনেক হলো সময়ও গেল ঢের,
ভাবিনি তো হবে দেখা তারই সাথে ফের।
মৃদু হেসে বলল আমায়- যাচ্ছ কোথায় শুনি ,
অনেক নাকি পাশ দিয়েছ! হয়েছ বেশ গুনী।
বললাম আমি কই আর যাব,পাড়ার ঐ স্কুলে
বলল আমায়- জীবন তোমার গেল শুধু ভুলে।
কতোই বেতন পাও গো শুনি, শিক্ষকতা করে
কী লাভ হলো সারাজীবন,এত্তো বই পড়ে!
গুলশানেতে বিজনেস আমার ,টাকা কাড়িকাড়ি
বনানীতে ফ্লাট কিনেছি, দেখতে সুন্দর ভারি!
এমন গল্প শুনে তারই অবাক চেয়ে রই
মানুষেরই ধ্যানধারনা ,পালটালো আর কই!
উচ্চঃস্বরে অজ্ঞতাকে বলতে শুধু চাই
জ্ঞানের আলো ভীষণ দামী তার তূল্য কিছু নাই।