মনের ঘরে বসত করে
বন্ধু রসিয়া
তবলা বাজায় তালে তালে
সেথায় বসিয়া।।
নিজের মতোই চলে সে যে
কথা শোনে না,
দমে দমে তারে ডাকে
জীবনটা দিয়া
আপন তবু হইলো না সে
যায় সে ফেলিয়া।
সকাল বিকাল বুঝাপড়া
করি তারই সনে
বুঝ মানে না অবুঝ পাখি
দুঃখ দেয় যে মনে।
হয় না পিরিত দেহের সনে
যায় যে চলিয়া।
একবার তারে ধরতে পারলে
দিতাম শিকল পায়
ভালোবাসার মালাখানি
থাকতো না মোর গায়।
দিবানিশি বুঝাই তারে
থাকতে মিলিয়া।