মনের ভিতর ঝরে ঝড়ুক
রক্তক্ষয়ী বান
বলবো না তো ভালোবাসি
মন করে আনচান।
সব কথা তো যায় না বলা
বুঝে নিতে হয়,
বলতে গেলেও পড়শিরা সব
নানান কথা কয়।
তোমায় অতি ভালোবাসি
কল্পে স্বপ্ন আঁকি
গভীর রাতের নীরবতায়
যতন করে রাখি।
সুরে সুরে বেঁচে গেলাম
অব্যক্ত কষ্ট
নিষিদ্ধ প্রেম নয় তো ভালো
জীবন হয় নষ্ট।